টুকরো খবর
ফেনী সংবাদদাতা: ‘'মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীডে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম। জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজজামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ঊপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি।
দোয়া মাহফিল
কটিয়াদী ( কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা জাতীয় পাটির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী সভা
পঞ্চগড়: পঞ্চগড়ে অঙ্গিকার সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় অঙ্গিকার সমাজ উন্নয়ন সংস্থা প্রকল্প সমাপনী সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট।
ফুটবল টুর্ণামেন্ট
পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবিতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি স্টেডিয়াম মাঠে এই খেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।
জন্মদিবস পালন
কুমারখালী (কুষ্টিয়া): গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সমাজ সংস্কারক, বাউল সাধক, শিক্ষক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৮৬ তম জন্মদিবস পালন করা হয়েছে। গত ২০ জুলাই শনিবার বিকালে কুমারখালী সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিবস পালিত হয়। সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর আয়োজিত উক্ত জন্মদিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নুরে-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইবি’র প্রাক্তন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।