রেলওয়ে ভূমি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন
জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজী এন্ড ম্যাটস এর রেলওয়ের ভূমি উদ্ভুত পরিস্থিতি নিয়ে গত ১২ জুলাই তৃতীয় পক্ষের সংবাদ সম্মেলনের প্রতিবাদে জয়পুরহাট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ম্যাটস কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যাটস এর পরিচালক ডা. এম আই হাসান। তিনি লিখিত বক্তব্যে বিভিন্ন সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করে উপস্থিত সাংবাদিকদের জানান জয়পুরহাট ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজী এন্ড ম্যাটস রেলওয়ে ভূমিতে ২০০৯ ইং সাল হতে দুটি লাইসেন্স এর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়ে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি পরিচালনা প্রর্ষদে ৫ জন সরকারি প্রতিনিধি সহ নিয়মতান্ত্রিকভাবে কর্মমূখি মেডিকেল শিক্ষা ব্যবস্থা সুুনামের সাথে সফলতা অর্জন করে আসছে। ২০০৯ ইং সাল হতে অদ্যবধি রেলওয়ে কর্তৃপক্ষক প্রদত্ত নিয়মিত ভ্যাট ট্যাক্স সহ সকল প্রকার পাওনা পরিশোধ করে আসছে। এমতাবস্থায় ২০১৮ ইং সলের ৩০ শে জুন পর্যন্ত ম্যাটস এর রেলওয়ের লাইসেন্স ফি পরিশোধ থাকা সত্বেও ১৯/১১/২০১৭ সালে রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধভাবে কোনা নোটিশ না দিয়ে গোপনে ম্যাটস এর জমির উপর টেন্ডার আহবান করে। এ ব্যপারে ম্যাটস কর্তৃপক্ষ তৎকালীন বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা, পাকশির সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে ভুল স্বীকার করেন। পরবর্তীতে ম্যাটস কর্তৃপক্ষ জেনারেল ম্যানেজার বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর সঙ্গে সাক্ষাত করলে তারা বিষয়টি সমাধানেরও আশ্বাস দেন। এ বিষয়ে কর্তৃপক্ষ বার বার লিখিত আবেদন করলেও রেলওয়ে কর্তৃপক্ষ সময়ক্ষেপন করে। সবশেষে এ ব্যপারে কোন প্রতিকার না পেয়ে লাইসেন্স ফি প্রদানের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই টেন্ডার আহবানকে চ্যালেন্জ করে প্রতিষ্ঠানটি রেলওয়ের বিরুদ্ধে জয়পুরহাট সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন (মামলা নং- ২৫/১৮ অন্য)। মামলাটি চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত জোরপূর্বক অনুুপ্রবেশ না করার জন্য আহ্বান জানিয়েছেন ম্যাটস কর্তৃপক্ষ।