রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যার্ত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ

রংপুর অফিস : রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আলমবিদিতর ইউনিয়নে গত রোববার বিকেলে ত্রাণ বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুল হালিম।
গঙ্গাচড়া উপজেলা অমীর রায়হান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণবিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমীর মাওলানা এ টি এম আজম খান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল গনি, সাবেক উপজেলা অমীর অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম প্রমুখ।
এ উপলক্ষ্যে আয়োজিত ত্রাণবিতরণ অনুষ্ঠানে উপজেলার নোহলী, আলমবিদিতর এবং কোলকোন্দ ইউনিয়নের দুইশত বন্যা দুর্গত পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল এবং প্রয়োজনীয় খাবার স্যালাইন বিতরণ করা হয়।