আর্চারের বাউন্সারে রক্তাক্ত ক্যারে
লর্ডসের ঐতিহাসিক ফাইনালে উঠার লড়াইয়ে গতকাল বৃহস্পতিবার এজবাস্টনে পরস্পর লড়াই করছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। জোফরা আর্চার ও ক্রিস ওকসের তোপে মাত্র ১৪ রানেই ৩ উইকেট হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় তাদের। কঠিন এই বিপদ থেকে দলকে রক্ষা করতে ক্রিজে রয়েছে দুই ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে এবং স্টিভেন স্মিথ। তবে কোনমতেই আর্চার এবং ওকসের আক্রমণাত্মক বোলিং থেকে নিজেদের বাঁচাতে পারছেন না তারা। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে দুর্দান্ত এক বাউন্সারে ক্যারের হেলমেট উড়িয়ে দেন আর্চার।দুর্দান্ত সেই বলটি ক্যারের থুতনিতে লাগলে তৎক্ষণাৎ সেখান থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে শুরু করে। ইন্টারনেট।