টেবিল টেনিসে মানস মাহি চ্যাম্পিয়ন
প্রকাশিত: শুক্রবার ১২ জুলাই ২০১৯ | প্রিন্ট সংস্করণ

স্পোর্টস রিপোর্টার: প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার ।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগে মানস চৌধুরী ও নারী বিভাগে চ্যাম্পিয়ণ হয়েছেন বন নওরিন সুলতানা মাহি। পুরুষ বিভাগের ফাইনালে মানস চৌধুরী ৪-২ সেটে খোন্দকার মাহবুব বিল্লাকে হারিয়ে শিরোপা জেতেন। নারী বিভাগে নওরনি সুলতানা মাহি ৪-২ সেটে সোনম সুলতানা সোনমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কৃষক লীগের সভঅপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা।