মাগুরায় ইমন হত্যার প্রতিবাদে মানববন্ধন
মাগুরা সংবাদদাতা : মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থি ইমন হত্যার বিচারের দাবিতে শনিবার মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার গ্রামবাসি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানŸন্ধন চলাকালে বক্তরা অবিলম্বে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। তারা বলেন , ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আসামীদেরকে পুলিশ ধরতে ব্যর্থ হয়েছে। দ্রুত খুনিদের গ্রেুফতার করা না হলে কঠোর আনন্দোলন গড়ে তোলা হবে বলে তারা বলেন। মানববন্ধনে উপস্থিত ইমনের বাবা ইসলাম মোল্যা বলেন, আমার ছেলেকে যারা গলাকেটে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। ইমন হত্যার বিষয়ে মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বলেন, পুলিশের একটি স্পেশাল টিম কাজ করছে আসামীদের ধরার জন্য। অচিরেই আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হবো। খুনি যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।