রাজাপুরে স্কুলশিক্ষকসহ ৬ জুয়াড়ী আটক
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলার আসর থেকে স্কুলশিক্ষকসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৪ হাজার ১শত ৪৫ টাকা সহ খেলার সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতেই মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৪। আটককৃতরা হলো উপজেলার মধ্য মনোহরপুর গ্রামের নিরদ চন্দ্র মিস্ত্রীর পুত্র ও মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্রী নিহার মিস্ত্রী, রাজাপুর সদরের মোঃ জাহাঙ্গীর হোসেন এর পুত্র মোঃ জাহিদ হোসেন, মো হারুন মৃধার পুত্র আঃ শুক্কুর মৃধা, মৃত নান্নু মৃধার পুত্র মোঃ লিটন মৃধা, মনোহরপুর গ্রামের আব্দুল খালেক হাওলাদার এর পুত্র মোঃ শহিদ হাওলাদার ও ঝালকাঠির পোনাবালিয়া গ্রামের মোঃ মানিক মৃধার পুত্র মোঃ আলাউদ্দিন মৃধা । এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদ হোসেন জানান, জুয়া আইনে মামলা রুজু করে আসামীদের শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়।