যশোরে বোমা ও দেশিয় অস্ত্র উদ্ধার
প্রকাশিত: মঙ্গলবার ০৯ জুলাই ২০১৯ | প্রিন্ট সংস্করণ
চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরের খড়কী থেকে দশটি ধারালো অস্ত্র ও পাঁচটি বোমা উদ্ধার করেছে। কোতোয়ালি থানায় এসআই পলাশ বিশ্বাস জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শাহ আব্দুল করিম সড়কের ছোট বাগান থেকে মঙ্গলবার সকালে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য এ অস্ত্র এবং বোমা এনে রেখেছিল বলে স্থানীরা দাবি করেছেন।