চবি প্রফেসর মরহুম সুলতান আহমদ ভূইয়ার নামে নামকরণকৃত কর্ণার উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মরহুম সুলতান আহমদ ভূইয়ার সংগৃহীত বেশ কিছু পুস্তক, হস্তলিখিত পান্ডুলিপি চবির শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ৭ জুলাই ২০১৯ তারিখ দুপুর ১.৩০ টায় চবি কেন্দ্রীয় লাইব্রেরিতে মরহুম প্রফেসর সুলতান আহমদ ভূইয়ার নামে নামকরণকৃত কর্ণারে সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার-এর কাছে হস্তান্তর করেন মরহুম প্রফেসর সুলতান আহমদ ভূইয়ার সহধর্মীনি মিসেস সৈয়দা সুরাইয়া সুলতানা। বই হস্তান্তর অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত ভাষণে প্রফেসর ড. শিরীণ আখতার চবির বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মরহুম সুলতান আহমদ ভূইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, চবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মরহুম সুলতান আহমদ ভূইয়া ছিলেন প্রতিথযশা হস্তলিখিত পান্ডুলিপি বিশেষজ্ঞ, গবেষক এবং সর্বোপরি একজন গুণী শিক্ষক। এ কীর্তিমান শিক্ষকের ছাত্র-ছাত্রীরা আজ দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত। এ গুণী শিক্ষক শিক্ষকতা জীবনে নিবেদিতপ্রাণে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে বিশেষকরে হস্তলিখিত পান্ডুলিপির ব্যবহার সম্পর্কে বিশদ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, এ খ্যাতিমান শিক্ষকের সংগৃহীত বেশ কিছু পুস্তক, হস্তলিখিত পান্ডুলিপি দীর্ঘদিন পরে হলেও তাঁর পরিবার আজ আমাদের কাছে হস্তান্তর করে শিক্ষা-গবেষণার ক্ষেত্রে যে অসামান্য অবদান রাখছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় চবি গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) জনাব এ কে এম মাহফুজুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব চৌধুরী আমীর মোহাম্মদ মুছা এবং মরহুমের পরিবারবর্গের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।