চট্টগ্রাম নগরের নোয়াখালের ৪শ মিটার জায়গা উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের নোয়াখালের ওপর গড়ে ওঠা ১৮টি অবৈধ স্থাপনা গুড়িয়ে খালটির প্রায় ৪০০ মিটার জায়গা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খালটির একটি অংশে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন বলেন, অভিযানে দ্বিতীয় দিন নোয়াখালের ওপর গড়ে ওঠা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে বহুতল-সেমিপাকা ঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। এসব স্থাপনা উচ্ছেদের পর অবৈধভাবে দখল হওয়া খালটির প্রায় ৪০০ মিটার জায়গা উদ্ধার হয়েছে।