সিরাজদিখানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের সিরাজদিখানে র্যাব-১১ ও সিরাজদিখান থানা পুলিশের যৌথ অভিযানে দুই কেজি গাজাসহ বাবু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলার বালুরচর ইউনিয়নের চর পানিয়া গ্রামের পুকুর পাড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে গেন্ডারিয়া দোপখোলা ১০১, মসজিদ সংলগ্ন এলাকার মৃত মিয়াচান পুত্র। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, র্যাব-১১ ও সিরাজদিখান থানা পুলিশের যৌথ অভিযানে ২ কেজি গাজাসহ বাবু মিয়া নামের একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন।