রবিবার ২৮ মে ২০২৩
Online Edition

যশোরে শিশু হত্যার দায়ে সৎ পিতাসহ দু’জনের মৃত্যুদণ্ড

যশোর সংবাদদাতা : যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের শিশু ইমরান হত্যা মামলায় দুই জনের ফাঁসির আদেশ দিয়েছেন স্পেশাল জজ আদালত। গত বুধবার দুপুর ১২টার দিকে বিচারক মোহাম্মদ ফারুক হোসেন এ রায় দেন। দ-িতরা হলো, একইগ্রামের আন্দাউল্লাহ আজিজের ছেলে সবেদুল ও আব্দুল মজিদের ছেলে আব্দুল হাকিম। মামলার অপর দুই আসামী একই গ্রামের দাউদ মোড়লের ছেলে ইদ্রিস আলী ও খোড়া কাশেমের ছেলে ইকবাল হোসেনকে খালাস দেয়া হয়েছে। স্পেশাল জজ আদালতের পিপি এসএম বদরুজ্জামান পলাশ জানিয়েছেন, ২০০১ সালের ২৪ এপ্রিল খুন হয় শিশু ইমরান (১২)। তাঁর পিতার সাথে মা কোহিনূর বেগমের বিবাহ বিচ্ছেদের পর আসামী সবদুলের সাথে তার মায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রথম ঘরের সন্তান ইমরানের সাথে কোহিনূর বেগমের দ্বিতীয় স্বামী সবদুলের প্রায় ঝগড়া হতো। ঝগড়ার সময় সবদুল ইমরানকে হত্যার করার হুমকি দিতো। কহিনূর বেগম সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে সবদুলের বিবাহ বিচ্ছেদ ঘটায়। এতে ক্ষিপ্ত হয় সবদুল। বিচ্ছেদের প্রায় সাত মাস পর ২০০১ সালের ২৪ এপ্রিল ইমরান খেলা করতে বের হয়ে আর বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু হয়। একপর্যায়ে গ্রামের কুদ্দুস মোল্লার পানের বরেজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অনলাইন আপডেট

আর্কাইভ