হিলি সীমান্তে ৩০ হাজার পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ
হিলি সংবাদদাতা: হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে দেশে নিয়ে আসার সময় ২৯ হাজার ৮শ ৫০ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ মঙ্গলবার সকালে সীমান্তের ঘাসুড়িয়া এলাকা থেকে ট্যাবলেটগুলো জব্দ করা হয়। হিলি মংলা ক্যাম্প কমান্ডার শাহাজান আলীর রবাত দিয়ে আমাদের সংবাদদাতা জানায়, ভারত থেকে অবৈধ পথে কিছু পণ্য নিয়ে একদল চোরাকারবারী দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মংলা ক্যাম্পের বিজিবি একটি টহলদল সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় ওতপেতে থাকে। এসময় চোরাকারবারীরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি পলিথিনে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পলিথিন ব্যাগ থেকে ২৯ হাজার ৮শ ৫০পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার সিজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।