রংপুরে হরিজন বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতার দাবিতে মিছিল
রংপুর অফিস: বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ৫ হাজার টাকা ভাতার দাবিতে রংপুরে হরিজন সম্প্রদায়ের পক্ষে মিছিল সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হরিজনদের অধিকার আদায় সংগঠন নগরীতে মিছিল করে জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান করে। হরিজন অধিকার আদায় সংগঠন জেলার আহবায়ক সুরেশ বাসফোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হরিজন অধিকার আদায় সংগঠনের সদস্য সাজু বাসফোরের, শাকিল, সুজন, উন্ধা প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু। সমাবেশে বলা হয় সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের লোকজন অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত, শহরের সমস্ত রাস্তা-ঘাট, অফিস-আদালত, ময়লা-আবর্জনা পরিষ্কার করে। তাঁদের বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। শেষ বয়সে খুবই দুর্দশায় কাটে বৃদ্ধাদের জীবন। অস্বাস্থ্যকর ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে অনেকে অল্প বয়সে মারা যায়। তখন তার বিধবা স্ত্রী সন্তানদের নিয়ে অত্যন্ত বিপদে পড়ে যায়। এই বয়স্ক এবং বিধবাদের জন্য বেঁচে থাকার ন্যূনতম আয়োজন করা দরকার রাষ্ট্রের। এদেরকে অন্তত মাসিক ৫ হাজার টাকা ভাতা প্রদানের দাবী জানানো হয়।