কানাইঘাট বাজার জুড়ে জলাবদ্ধতা নাগরিক দুর্ভোগ চরমে
কানাইঘাট (সিলেট) সংবাদদাতা : ঐতিহ্যবাহী সিলেটের কানাইঘাট বাজার। এই বাজার ১৮ পরগনার বাজার। যেখানে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে জনসাধারণরা হাট বাজার করতে বাড়তি আমেজ নিয়ে এই বাজারে ছুটে আসেন। প্রতিদিনের আষাঢ়ের বৃষ্টিতে ফুটপাতের পাশ জুড়ে বৃষ্টি জমে জলাবদ্ধতা রয়েছে। এতে বাজার সদাই করতে আসা জনসাধারণের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বৃষ্টির পানি অনেকদিন জমে থাকায় এখান থেকে জলাবদ্ধতায় মশা মাছির উপদ্রব দেখা দেয়। যাহা বাজারের বেশিরভাগই দোকানের সামনে জলাবদ্ধতা আছে। এতে বাজারের দোকানের ব্যবসায়ীরা এই জলাবদ্ধতার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন। অনেকে রাত ১১টা পর নিজের দোকানের সামন জলাবদ্ধতা পরিষ্কার করণে কাজে লেগে যান। এই বিষয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানান, এই সমস্যা স্থায়ী সমাধান করা দরকার না হয় আমাদের কানাইঘাট বাজারের যে সুনাম চারিদিকে রয়েছে তা এই জলাবদ্ধতার কারণে নষ্ট হবে। অনেক ক্রেতা দোকানের সামনে জলাবদ্ধতা দেখা পর আর দোকানে কিছু ক্রয় করতে তার মাঝে অনীহা চলে আসে। তাই আমরা বাজার বণিক সমিতিসহ কানাইঘাট পৌরসভা কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাই এই বিষয়ে দ্রুুুত পদক্ষেপ নেওয়ার জন্য।
এদিকে কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই সমস্যা নিয়ে ভূগতে ছিলাম। তবে আর বেশি দিন নয় বর্তমান (২০১৯-২০২০) বাজেটে প্রায় সোয়া ৭কিলোমিটার ড্রেনের কাজ বরাদ্দ হয়েছে। অল্প দিনের ভিতরে কাজ শুরু হবে। ড্রেন হয়ে গেলে আমাদের এই জলাবদ্ধতাসহ বাজারের আরও আশপাশ যত জলাবদ্ধতা রয়েছে তা থেকে আমরা স্থায়ী সমাধান পাব। এই ড্রেন নির্মাণে বাজার ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা প্রয়োজন।