দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় উত্তীর্ণদেরকে আল্লামা শাহ আহমদ শফীর শুভেচ্ছা
কওমী মাদরাসার সর্বোচ্চ বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে ১৪৪০ হিজরী শিক্ষাবর্ষের দাওয়ারায়ে হাদীস (মাস্টার্স) ফাইনাল পরীক্ষার ফলাফল ৩ জুলাই,২০১৯ খ্রি. বুধবার প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬,৭৮৮ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন। এর মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮, ছাত্রী ৬৫.২৬। মুমতাজ (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন। সারাদেশে সর্বোচ্চ নম্বর পেয়ে মেধাতালিকায় শীর্ষে রয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষার্থী। যেখানে ১ম স্থান একজন ও যৌথভাবে ২য় স্থানসহ আরো ৮ জন সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পেয়েছে।
হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সফলতা অর্জনে যাঁরা বিশেষভাবে ভূমিকা রেখেছেন সেসকল মাদরাসার পরিচালক, শিক্ষাসচিব এবং আসাতেজায়ে কেরামসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।