ঢাকা, শুক্রবার 24 March 2023, ১০ চৈত্র ১৪২৯, ১ রমযান ১৪৪৪ হিজরী
Online Edition

সুফিয়া কামালের জন্ম দিনে গুগলের ডুডল

সংগ্রাম অনলাইন : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে গেলেই আজ বৃহস্পতিবার চোখে পড়ছে বিশেষ এক ডুডল। গুগল বিশেষে এই ডুডলটি তৈরি করেছে বাংলাদেশের মহীয়সী নারী কবি ‍সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে।

লাল-সবুজের মিশেলের ডুডল লেখার ওপর বসানো হয়েছে কবি সুফিয়া কামালের পোট্রেট। আর ওই পোট্রেটে ক্লিক করতেই চোখের সামনে ভেসে উঠছে সুফিয়া কামাল সম্পর্কে বিস্তারিত।

গুগলের হোমপেজে সার্চবক্সের ওপরে দেখানো বিশেষ লোগো এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য নিজেদের লোগো বদলে মানানসই যে লোগো তৈরি করে, সেটিই ডুডল। ডুডল পেজে ইংরেজিতে কবি সুফিয়া কামাল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আর গুগল এই ডুললটি শুধুমাত্র বাংলাদেশে প্রদর্শন করছে।

দেশের নারী জাগরণের অগ্রদূত ‘সাঁঝের মায়া’র কবি বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের নবাব পরিবারে জন্মগ্রহণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ