লালমনিরহাটে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর কারাদন্ড
লালমনিরহাট সংবাদদাতা: সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ইদ্রিস আলী (৪০) নামে এক মাংস ব্যবসায়ীকে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এ আদেশ দেন। দন্ড প্রাপ্ত ইদ্রিস ওই ইউনিয়নের বটেরতল এলাকার খোকা মিয়ার ছেলে। পুলিশ জানায়, ওই ব্যবসায়ী মরা গরুর মাংস ইউনিয়নের মোস্তফী বাসস্ট্যান্ড বাজারে এনে বিক্রি শুরু করলে স্থানীয় লোকজন আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। পরে থানা পুলিশ ওই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দ করে। এ সময় আটক মাংস ব্যবসায়ী ইদ্রিস আলী দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সদর থানার ওসি মাহফুজ আলম জানান, সাজাপ্রাপ্ত মাংস ব্যবসায়ী ইদ্রিস আলীকে রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।