ক্যালিফোর্নিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
১৭ মে, সিএনএন : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুশীলন চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে জীবিত রয়েছেন বিমানচালক। বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে পাইলট বেরিয়ে যান তিনি।
প্রতিবেদনে বলা হয়,গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার পেরিসের একটি গুদামঘরে বিমানটি বিধ্বস্ত হয়। ঘাঁটির মুখপাত্র রেজী ভারনার বলেন, চালককে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সে বিশেষ কোন আঘাত পাননি। গুদামঘরে থাকা সকল কর্মীরাও সুরক্ষিত আছে।
তিনি আরও বলেন, এফ-১৬ বিমানটিতে জলবাহী ত্রুটি থাকায় তা বিধ্বস্ত হয়েছে। কতৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করে দেখছে যে গুদামে থাকা কেউ ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা।
তবে গুদামঘরটির প্রধান নির্বাহী মাইক জনসন বলেন, ‘ধন্যবাদ ঈশ্বর, সকলেই সুরক্ষিত ও ভালো আছেন, কোম্পানির কি ক্ষতি হয়েছে তা আমরা পরে দেখব তবে এখন আমাদের উদ্বেগ আমাদের সকল কর্মী ও তাদের পরিবারকে নিয়ে এবং তারা ভালো আছেন।’