শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

সিএনসির ‘বাংলা নববর্ষ উদযাপন

‘এখন থেকে আমরা তোমাদের ভুলবোনা’- এই শিরোনামে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) ‘বাংলা নববর্ষ’ ১৪২৬ উদযাপন করে। উদযাপনের স্থান ছিলো, বিশ্বসাহিত্য কেন্দ্র। আয়োজক প্রতিষ্ঠান সিএনসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ফয়জুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানঅতিথি ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক শাহ আবদুল হালিম।  আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে প্রধানআলোচক গবেষক ও লেখক এমদাদুল হক চৌধুরী, আইনজীবী হুসাইন শফীকুর রহমান, গবেষক ও সম্পাদক ড. ফজলুল হক তুহিন। স্বাগত বক্তব্য রাখেন সিএনসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল হক। 

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো সামাজিক সহযোগিতা-যার ওপর টিকে আছে আমাদের সমাজ ব্যবস্থা। রাষ্ট্র বা সরকার শক্তিশালী হলেই হবে না, সামাজিক বন্ধনকেও দৃঢ় করতে হবে, যাতে একটা দরদী সমাজ আমরা গড়ে তুলতে পারি। 

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিলো দরদী ও সাদামনের ৫ জন সাধারণ মানুষের হাতে কৃতজ্ঞতা পদক প্রদান। 

ঢাকার প্রাচীন কনফেকশনারীর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ ইসমাইলসহ পদক গ্রহণ করেন মোজাম্মেল হক, আল-আমিন, মিন্টু সরদার ও মোঃ সাইদুল। 

অনুষ্ঠানে সংগীত ও কবিতাপাঠে অংশগ্রহণ করেন কন্ঠশিল্পী মাসুদ রানা, সোয়াইব, জেসমিন রুমী, বান্দা হাফিজ, আলতাফ হোসেন রানা, ইশতিয়াক হোসেন, আল মামুন ও আবদুল আজিজ প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোয়াইব হোসেন ও নূরুল ইসলাম মামুন। 

-এস এ হান্নান

অনলাইন আপডেট

আর্কাইভ