চৌহালীতে আগুনে এক গৃহবধূর শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে
বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের মোছাঃ খাদিজা বেগম নামে এক গৃহবধূ ধানসিদ্ধ করার সময় চুলার আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। তার শরীরের ৬০ ভাগ অংশ পুড়ে গেছে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) চৌহালীর কোদালিয়া গ্রামের মোঃ আঃ মান্নানের স্ত্রী মোছাঃ খাদিজা বেগম (৪২) ভোরে ধান সিদ্ধ করতে গিয়ে শরীরে থাকা ওড়নায় আগুন লেগে সমস্ত শরীর পুড়ে যায়। খাদিজার চিৎকারে আঃ মান্নান তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে সেও আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শাহজাহান আলী জানান, ভোরবেলা ধান সিদ্ধ করার সময় ওড়নায় আগুন ধরে যায় এ সময় খাদিজার চিৎকারে আমরা এগিয়ে এসে দেখি তার সমস্ত শরীরে আগুন ধরে গেছে তাকে উদ্ধার করে মুমুর্ষু অবস্থায় ডাঃ আনিসুর রহমান মামুনের পরামর্শে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।