ভূরুঙ্গামারীতে নিখোঁজ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় দিন নিখোঁজ থাকার পর এক কিশোরীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার শিলখূঁড়ি ইউনিয়নের উত্তর শালঝোড় গ্রামের হবিবর রহমানের মেয়ে শাপলা খাতুনকে (১৯) গত ১৫ এপ্রিল সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার ২০ এপ্রিল সকালে মাছ ধরতে যাওয়া জেলেরা নিখোঁজ ওই কিশোরীকে শালঝোড় গ্রামের ছোট ঘাটপাড় এলাকায় গাব গাছে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ভূরুঙ্গামারী থানা ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।