ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
প্রকাশিত: বুধবার ২৪ এপ্রিল ২০১৯ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই এলাকায় শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত বশির আলী উপজেলার দুধসর গ্রামের মকসেদ আলীর ছেলে। শৈলকুপা থানার ওসি কাজী আয়ূবুর রহমান বলেন, বশির তামাক নিয়ে ভ্যান চালিয়ে ঝিনাইদহে যাচ্ছিল। পথে ভাটই দুধসর কালভার্ট এলাকায় পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বশির মারা যায়। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতলে মর্গে পাঠানো হয়েছে।