জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর প্রবীণ রুকন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের ইন্তিকাল

রংপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার প্রবীণ রুকন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ (৭৩) গত রোববার বিকেলে নগরীর ধাপ ইঞ্জিনিয়ার পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মরহুম নূর মোহাম্মদ বংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে আঞ্চলিক পরিচালকের একান্ত সচিব ষ্টেনো হিসেবে কর্মরত থেকে অবসর গ্রহন করেন। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ যোহর ধাপ ষ্টাফ কোর্য়টার জামে মসজিদ প্রঙ্গনে তাঁর জানাজা নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মাওলানা মোহাম্মদ আবু সালেহ জানাজা নামাজে ইমামতি করেন । এর আগে জানাজার পুর্বে রংপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী মেজিষ্ট্রেটের নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশের একদল চৌকষ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় ভাবে গার্ড অব্ অনার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসাছাদ্দেক হোসেন বাবলু। মরহুম নূর মোহাম্মদের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর মাহবুবুর রহমান বেলাল এবং সেক্রেটারী আনোয়ারুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।