জাতীয় সার্ফিং ২৬ এপ্রিল শুরু
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় দেড়শ পুরুষ ও নারী সার্ফারের অংশগ্রহনে শুক্রবার কক্সবাজারের লাবনী পয়েন্টে শুরু হচ্ছে ওয়ালটন পঞ্চম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। পুরুষ, নারী ও জুনিয়র বিভাগে নয়টি পদকের জন্য লড়বেন সার্ফাররা। প্রতিযোগিতায় আমেরিকার হাওয়াই সিটিতে অবস্থিত এসটিএন (সার্ফিং দ্য নেশনস) সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে স্বনামধন্য সার্ফাররা উপস্থিত থাকবেন। অন্যান্য বছরের ন্যায় এবারও এসটিএন’র ২০ সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে এবং কক্সবাজারে তারা স্থানীয় সার্ফারদের প্রশিক্ষণ দিচ্ছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।