খলিল উল্লাহ চৌধুরী শর্ট বাউন্ডারি ক্রিকেট
প্রকাশিত: মঙ্গলবার ২৩ এপ্রিল ২০১৯ | প্রিন্ট সংস্করণ
চকরিয়া সংবাদদাতা: চকরিয়ার পূর্ববড় ভেওলা ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক খলিল উল্লাহ চৌধুরী প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার স্থানীয় মাঠে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিক খলিল উল্লাহ চৌধুরী। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।