সাইফ স্পোর্টিংয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলের প্রথম পর্ব শেষ হয়েছে। ক্লাবগুলো এখন দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিতে শুরু করেছে। তাই চলছে সাতদিনের মধ্যবর্তী দলবদলের কার্যক্রম। ২১ এপ্রিল থেকে শুরু হওয়া দলবদল শেষ হবে ২৭ এপ্রিল। মধ্যবর্তী দলবদলের মূলত শিরোপার রেসে থাকা দলগুলোই বেশী সোচ্চার থাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বটা ভালো কাটেনি সাইফ স্পোর্টিং ক্লাবের। তারা ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ রয়েছে। দ্বিতীয় পর্বে নিজেদের আরো ওপরে তুলতে বিদেশি খেলোয়াড় কোটায় বড় ধরনের পরিবর্তন আনছে ক্লাবটি। আগের চার বিদেশির মধ্যে তিনজনকেই বদলে ফেলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন এ ক্লাবটি। নতুন তিনজনের মধ্যে আছেন একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারও।
সাইফ স্পোর্টিং ক্লাব মৌসুম শুরু করেছিল চার বিদেশি নিয়েই। কিন্তু ফেডারেশন কাপের সময় ইনজুরিতে পড়া কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন করদোবাকে ছাড়াই ক্লাবটি খেলেছে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব।একজন বিদেশি কম নিয়ে খেলা দলটি দুই মাস আগে উড়িয়ে এনেছে রুয়ান্ডা থেকে একজন ডিফেন্ডার। এমরি বাইসাঙ্গে নামের এ ডিফেন্ডার দেশটির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে খেলেছেন বলে জানিয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী। এরপর ক্লাবটি এনেছে একজন ব্রাজিলিয়ান ও একজন উজবেকিস্তানের ফুটবলার।আলেজান্দ্রো পাদোভানি সেলিন আক্রমণভাগের খেলোয়াড়। আরেকজন উজবেকিস্তানের অ্যাটাকিং মিডফিল্ডার ওতাবেক জাকিরভ। নতুন এ তিন বিদেশির সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
পুরনো চার ফুটবলারের মধ্যে সাইফ স্পোর্টিং ছেড়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার সিউনগিল পার্ক, রাশিয়ান ফরোয়ার্ড ডেনিস বলশাকভ ও কানাডার জোনাথন করদোবাকে। পুরনোদের মধ্যে থাকছেন কেবল কলম্বিয়ার আন্দ্রেস করদোবা। কেবল সাইফ স্পোর্টিং ক্লাবই নয়, আরো কয়েকটি দল তাদের বিদেশি কোটায় পরিবর্তন আনছে। ১২ নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করা মোহামেডানও তাদের দু’জন বিদেশি পরিবর্তন করবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে দলের ট্রায়ালে যোগ দিয়েছেন গ্যাব্রিয়েল নামের এক নাইজেরিয়ান ফরোয়ার্ড। ভিয়েতনাম লিগে খেলা আরো দুই জন আফ্রিকান ট্রায়ালে যোগ দিচ্ছেন সহসাই। তাদের একজন ক্যামেরুনের আরেকজন মালির।