শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নই-------ওয়ালশ

 স্পোর্টস রিপোর্টার : কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে টাইছেন না বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠার জন্য যেন কাটার মাস্টার পর্যাপ্ত সময় পান, সেজন্য তাকে আয়ারল্যান্ডে খুব বেশি খেলানোর পক্ষপাতী নন কোচ ওয়ালশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তার দুই সপ্তাহ পরেই বিশ্বকাপ। আয়ারল্যান্ড সফরের আগে ঢাকার মিরপুরে দলের প্রথম ট্রেনিং সেশন শেষে এমন কথা জানান ওয়ালশ। শুধু মোস্তাফিজকে নিয়ে নয়। বিশ্বকাপ দলে থাকা রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন আর আবু জায়েদ রাহিকে নিয়েও দুশ্চিন্তা আছে টাইগার বোলিং কোচের। রুবেল সাইড স্ট্রেইন, সাইফউদ্দিন টেনিস এলবো আর রাহি ছোট একটা চোটে ভুগছেন। তবে দলের পেসারদের মধ্যে মোস্তাফিজকে নিয়েই বেশি সতর্ক ওয়ালশ। কারণটাও না বোঝার কথা নয়। বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস আক্রমণের সেরা অস্ত্র তো এই কাটার মাস্টারই। তাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নয়। ওয়ালশ বলেন, ‘মোস্তাফিজ বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারে, যদি সে ফিট থাকে। যদিও আমি মনে করি না, আমরা একজন খেলোয়াড়ের উপরই নির্ভর করব। সাকিব, ম্যাশ (মাশরাফি) এবং রুবেল ধারাবাহিক। ইনজুরির পর থেকে ফিজ (মোস্তাফিজ) পুরোপুরি ধারালো হয়ে ফিরেনি, তার কিছুটা চোট সমস্যা আছে। পুরো ফিট মোস্তাফিজ আপনাকে ম্যাচ জেতাতে পারে, তবে তাকে যতটা সম্ভব ফিট রাখতে হবে। আমার উদ্বেগ হলো, আমরা যেন তার উপর বেশি চাপ দিয়ে না ফেলি। আয়ারল্যান্ডে যেন বেশি ব্যবহার না করি, সেটা হলে সে বিশ্বকাপে সতেজ হয়ে যেতে পারবে না।’ বিশ্বকাপের আগে চোট পেয়ে আপাতত বিশ্রামে রয়েছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। দলের পেসারদের মাঝে সবচেয়ে বেশি চোটপ্রবণতা লক্ষ্য করা গেছে তার মাঝে। সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থাকায় তার ওপর বেশি চাপ দিতে নারাজ বোলিং কোচ মোস্তাফিজের ইনজুরি নিয়ে বেশি উদ্বিগ্ন তিনি। তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নেয়ার পক্ষেও নন বাংলাদেশের বোলিং কোচ। তিনি বলেন, ‘বিশ্বকাপে মোস্তাফিজকেই বড় ভূমিকা পালন করতে হবে। সে ফিট থাকলেই কেবল তা সম্ভব। তবে আমার মনে হয় না আমাদের এক জনের ওপর খুব বেশি নির্ভর করা উচিত। সাকিব, মাশরাফি ও রুবেল ধারাবাহিকতা ধরে রেখেছে। ফিজও চোটের পর খুব ধারালো নেই।’ অবশ্য ওয়ালশের উদ্বিগ্ন হওয়ার পেছনে কারণটা খুব স্পষ্ট। ২০১৫ বিশ্বকাপের পর সাফল্যের শিখরে উঠা বাংলাদেশের পেছনে ভূমিকা ছিলো মোস্তাফিজের। বেশ কিছু জ্বল জ্বলে পারফরম্যান্স উপহার দিলেও এই সময়ে চোট নিয়ে ছিটকে গেছেন বেশ কয়েকবার। তাই পুরোপুরি ফিট মোস্তাফিজকে চাই কোর্টনি ওয়ালশের, ‘পুরোপুরি ফিট মোস্তাফিজই পারে ম্যাচ জেতাতে। সে সময়টা আছে।’ আর সময় আছে বলেই বিশ্বকাপের আগে মোস্তাফিজকে নিয়ে খুব বেশি তাড়াহুড়োতে যেতে নারাজ তিনি, ‘আমার উদ্বিগ্ন হওয়ার জায়গাটা হলো তাকে নিয়ে খুব বেশি তাড়াহুড়োটা না করা। তাকে যেন আয়ারল্যান্ডে খুব বেশি ব্যবহার করে না ফেলি।’ মোস্তাফিজ ছাড়া চোটের তালিকায় রয়েছেন রুবেল হোসেন ও সাইফউদ্দিনও। রুবেলের রয়েছে সাইড স্ট্রেইন আর সাইফের কনুইতে সমস্যা। আবু জায়েদ রাহীও কিছু চোট সমস্যার কথা বলেছেন। সেই চোট সমস্যা যে বোলিং কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বোঝা গেলো তার কথাতে, ‘৫ জনের মাঝে তিনজনই চোট আক্রান্ত। মোস্তাফিজ, রুবেল ও সাইফউদ্দিন সবার চোট সমস্যা রয়েছে। তাদের সবাইকে মানসিকভাবে সঠিক হালে রেখে বোলিংয়ে প্রয়োজন হবে। একই সঙ্গে আয়ারল্যান্ডে বোলিংয়ে ধারালো ভাবেও তাদের প্রয়োজন। যাতে করে বিশ্বকাপের জন্য সঠিকভাবে তৈরি হওয়া যায়।’

অনলাইন আপডেট

আর্কাইভ