শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার : শুরু হলো টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ দল। এই প্রস্তুতিতে আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় জন্যও নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা। ইতিমধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এবং আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের জন্য বাড়তি ২ জনসহ মোট ১৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ১৭ জনতে নিয়েই শুরু হওয়ার কথা প্রস্তুতি ক্যাম্প। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ক্যাম্পে নেই স্কোয়াডে থাকা সিংহভাগ ক্রিকেটাররা। এর কারণ চলছে ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ছয়ের লড়াই। আজ শেষ হবে ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ। যে কারণে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। তাই বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়রাও যোগ দিয়েছেন নিজ নিজ দলের অনুশীলনে। তবে প্রায় সবাই জাতীয় দলের অনুশীলনে রিপোর্ট করে গিয়েছেন। এরপর যোগ দিয়েছেন নিজ নিজ দলের সঙ্গে। আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন স্কোয়াডে থাকা সর্বোচ্চ ৮ ক্রিকেটার- মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে নাইম হাসান, মোহামেডান স্পোর্টিং ক্লাবে লিটন দাস, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবে আবু জায়েদ রাহী এবং রেলিগেশন জোনের দল ব্রাদার্স ইউনিয়নে খেলেছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি।

প্রিমিয়ার ক্রিকেটে ব্যস্ত থাকায় প্রথম দু দিনের অনুশীলনে পাওয়া যাবে না এসব ক্রিকেটারদের। এটা আগেই জানিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন,‘প্রিমিয়ার লীগ শেষ হবে ২৩ তারিখ। সেই হিসেবে কোচেরও প্ল্যান একটু চেঞ্জ করেছে। ২৮-২৯ তারিখে পুরো দল এক সাথে প্র্যাকটিস করবে। লীগ শেষ করার পর এক দুই দিনের রেস্টের ব্যাপার আছে। কোচ ওইভাবে প্ল্যান করছে। কাল রেস্ট অব দ্য প্লেয়ার যারা খেলেনি ওরা প্র্যাকটিস করবে। ২৩ তারিখেও ওরা প্র্যাকটিস করবে। প্ল্যানটা কোচের, আমার পক্ষে আসলে বলা মুশকিল।’ প্রিমিয়ার লিগ না খেলা তিন ক্রিকেটার মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল যোগ দিয়েছেন প্রথম দিনের অনুশীলনে। এছাড়াও প্রথম পর্বেই বিদায় নেয়া শাইনপুকুর ক্রিকেট ক্লাবের পেসার মোস্তাফিজুর রহমান এবং ২৫ মার্চ আবাহনীর হয়ে সবশেষ খেলা রুবেল হোসেনও আইপিএলের কারণে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। যার দেশে ফিরে আজ যোগ দেয়ার কথা থাকলেও আপাতত তিনি আসছেননা। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাঁহাতি অলরাউন্ডারের ক্যাম্পে যোগ না দেয়ার কথা ক্রিকেটবিষয়ক ওয়েসবাইট ‘ক্রিকবাজ’কে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটি ৯ ম্যাচ খেলে ফেললেও সাকিব মাঠে নেমেছেন মোটে এক ম্যাচে! এর মধ্যে আবার বিশ্বকাপের ক্যাম্প শুরুর সূচি ঠিক হয়ে যাওয়ায় বিসিবি তাকে দেশে ফিরে আসার চিঠি দিয়েছিল। যে খবরটি নিশ্চিত করে আকরাম খানই জানিয়েছিলেন, ক্যাম্পের শুরু থেকে পাওয়া যাবে সাকিবকে। যদিও সাবেক এই অধিনায়ক ‘ক্রিকবাজ’কে গতকাল জানিয়েছেন, আইপিএলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব, তাই আপাতত বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিচ্ছেন না তিনি। হায়দরাবাদের বিদেশি তারকাদের ভিড়ে খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব। তবে সামনে তার ‘খেলার সম্ভাবনা’ রয়েছে জানিয়ে আকরাম খান ‘ক্রিকবাজ’কে বলেছেন, ‘সাকিবের ২৩ এপ্রিল আসার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। সে আমাদের জানিয়েছে, সানরাইজার্সের (বিদেশি খেলোয়াড়দের) কেউ একজন চলে যাবে, তাতে তার খেলার সম্ভাবনা তৈরি হবে। তাই সে ওখানে (আইপিএল) থাকতে চায়।’ বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান হায়দরাবাদ ছেড়ে যাওয়া খেলোয়াড়ের নাম প্রকাশ না করলেও ক্রিকবাজের খবর, খেলোয়াড়টি জনি বেয়ারস্টো, যিনি চলতি আইপিএলে হায়দরাদের ওপেনিংয়ের সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন। সাকিবের আইপিএলে থাকার সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। তাই তাকে ভারতে থেকে যাওয়ার অনুমতি দেয়ার কথাও নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি জানান, ‘আমরা সাকিবকে অনুমতি দিয়েছি (আইপিএলে থাকার)। কারণ আমরা বিশ্বাস করি, ওখানে সে খেলতে পারলে সেটা আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে দারুণ কাজ করবে তার জন্য।’ দিনকয়েক আগে কোর্টনি ওয়ালশ সাকিবের আইপিএলে খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ‘আমার মতে, ওখানকার কিছু ম্যাচ তার (সাকিব) জন্য খুব ভালো হবে। ম্যাচ ফিটনেসটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিশ্বকাপের আগে আইপিএলের কিছু ম্যাচ তার পারফরম্যান্সকে আরও উজ্জ্বল করতে সাহায্য করবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ