ঝিনাইদহে আগুনে পুড়ে ছাই তিন বিঘা জমির পান বরোজ
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামে তিন বিঘা জমির পান বরোজ পুড়ে গেছে। এতে ওই এলাকার সাত প্রান্তিক পান চাষি সর্বস্বান্ত হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে আন্দুলিয়া গ্রামের ইউনুচ আলীর পান বরোজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এ সময় ওই গ্রামের হারুন অর রশিদ, জিয়াউর রহমান, ইউনুচ আলী, বাদশা মিয়া, কালাচাঁদ, শহিদুল ইসলাম ও ইসলাম উদ্দীনের পান ক্ষেতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমির পান আগুনে পুড়ে যায়। যাতে তাদের আট থেকে নয় লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানায়। এ সময় এলাকার সাধারণ মানুষ আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস স্টেশনের এস ও তবিবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুচ আলী বলেন, ফায়ার সার্ভিস এর অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে দ্রুত আসলেও তারা আসার আগেই বরোজগুলো পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।