চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জামিনে কারামুক্ত
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল ১৭ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
উল্লেখ্য গত ২২ অক্টোবর দুপুরে নগরীর জিইসি মোড় এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যলয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে পৌঁছে দেয়ার জন্য গেলে নগরীর জিইসি মোড়ের হোটেল মেরিডিয়ানের সামনে থেকে আবুল হাশেম বক্করকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। একাধিকবার চট্টগ্রামের আদালতে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়। পরে উচ্চ আদালত থেকে সব কয়টি মামলায় জামিন প্রাপ্ত হয়ে গতকাল তিনি মুক্তি পান। তিনি বের হওয়ার সময় চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ বিপুল সংখ্যক তো কর্মী উপস্থিত ছিলেন।