তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন
প্রকাশিত: বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট সংস্করণ
রংপুর অফিস: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গত শুক্রবার বাসদ রংপুর জেলা শাখার উদ্যোগে কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর বুকে সড়ক সেতুর নীচে এক বিশাল মানবন্ধন কর্মসূচি পালন করে। জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ তো আহসানুল আরেফিন তিতু, রোকনুজ্জামান রোকন, আবু রায়হান বকসি প্রমুখ।