দামুড়হুদায় বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও গাঁজা জব্দ
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্তবর্তী জয়নগর ও ছোট বলদিয়া গ্রামের মাঠ থেকে ৩৬০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি। রবিবার ভোরে ও শনিবার রাতে এসব মাদক পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ ব্যাপারে রবিবার সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী জয়নগর গ্রামের বিএসপি নামক স্থান থেকে ৩৬০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদার বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ছোটবলদিয়া গ্রামের সেগুন বাগান থেকে ২ কেজি ভারতীয় গাঁজা পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। জব্দকৃত ফেনসিডিল ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে।