পত্রিকার মোড়ক উন্মোচন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): “বন্ধনে ও প্রীতিতে সাহিত্য আড্ডা” প্রতিপাদ্যকে হৃদয়ে লালন করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘তরঙ্গ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাতে ভূরুঙ্গামারী প্রেস ক্লাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরঙ্গ পত্রিকার উপদেষ্টা ও প্রেস ক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু, প্রভাষক মাঈদুল ইসলাম মুকুল, প্রভাষক শামসুজ্জোহা সুজন, আসাদুজ্জামান খোকন, শাহ্ হাতেম আলী, তরঙ্গ সম্পাদক সালমান আহমেদ প্রমুখ।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন মাইদুল ইসলাম শেখ, সালমান আহমেদ, হাফিজ আল ফাহাদ, আনিসুর রহমান ও আইয়ুব আল আনসারী প্রমুখ।
শোকসভা
সন্দীপনা কেন্দ্রিয় সংসদের কীর্তিমান জীবন সদস্য, বাংলাদেশের প্রথম সারির সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক, বিশিষ্ট সংগঠক, শিল্পী অশোক সেনগুপ্তের প্রয়ানে জাতীয় শিশু-কিশোর সংগঠন সন্দীপনা কেন্দ্রিয় সংসদের আয়োজনে এক শোক সভা গত ৭ ডিসেম্বর সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে নীরবতা প্রদর্শনপূর্বক প্রয়াত শিল্পী’র স্মৃতির প্রতি গভীর শোক প্রকাশ করছে। প্রেসবিজ্ঞপ্তি।
ওয়ার্কসপ
জয়পুরহাট: জয়পুরহাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বগুড়ার সার্বিক ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ শনিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলার সকল ব্যাংক এর আয়োজনে সোনালী ব্যাংক জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের এজিএম জিতেন্দ্র নাথ পাল এর সভাপতিত্বে ওয়ার্কসপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রশীদুল হাসান।
সোনালী ব্যাংক পূর্ব শাখার অফিসার ইশরাত জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, বাংলাদেশ ব্যাংক বগুড়া’র যুগ্ম পরিচালক আতিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক জুলকার নাইন, সোনালী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যাবস্থাপক ও জেলা জালনোট প্রচলন প্রতিরোধ কমিটির সদস্য সচিব একেএম মাহবুব উল ইসলাম।