শোক সংবাদ
জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সাবেক সেক্রেটারী মরহুম আলাউদ্দীন আহমেদ ও ফরিদপুর পৌরসভা শাখার বর্তমান আমীর ইমতিয়াজ উদ্দীন আহমেদের মা মোসাম্মাৎ হাজেরা আহমেদ (৯২) ইন্তেকাল করেছেন।
গত শনিবার বিকেলে শহরের গোয়ালচামটস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে গোয়ালচামট ওয়াপদা মাঠে জানাযা শেষে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
পৌর আমীর ইমতিয়াজউদ্দীন আহমেদের মা মোসাম্মাৎ হাজেরা আহমেদ (৯২) এর মৃত্যুতে ফরিদপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মু: দেলওয়ার হোসেন, অঞ্চল টিম সদস্য শামচুল ইসলাম আল বরাটী, জেলা শাখার আমীর প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা সেক্রেটারি মাওলানা বদরুদ্দিন , পৌর নায়েবে আমীর এস এম আবুল বাশার শোকবাণী দিয়েছেন।
আল্লাহ তার জীবনের অপরাধ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দিন।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুত তাওয়াব, সেক্রেটারী মাওলানা বদরুদ্দীনসহ মুসুল্লীরা জানাযায় অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।