ঝিনাইদহে শিবির নেতা গ্রেফতার
প্রকাশিত: বুধবার ১২ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ সংবাদদাতা, ৯ ডিসেম্বর: গতকাল রবিবার সকালে ঝিনাইদহ শহরের ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন (২৬) কে আটক করেছে পুলিশ। আটক ফরিদ হোসেন সদর উপজেলার হরিপুর গ্রামের সাবদার হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।