বুধবার ২৯ নবেম্বর ২০২৩
Online Edition

চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো, ৯ ডিসেম্বর: গত রোববার ভোরে চট্টগ্রাম মহানগরীর  রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে পিস্তল, গুলি, ছুরিসহ পেশাদার চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল (২৭), মামুন (২৫), ইমন শরীফ (১৯) ও আনোয়ার হোসেন (২০)।
নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা  বলেন, “ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেয়াজউদ্দিন বাজার মুরগিহাটা লেইনের আল্লাহর দান মার্কেটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। মার্কেটের দ্বিতীয় তলায় মঞ্জু সওদাগর নামের এক ব্যক্তির পরিত্যক্ত টিনশেড ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চারজন পেশাদার ছিনতাইকারী। রাতে ও ভোরে তারা বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা নিয়ে কিংবা হেঁটে ঘুরে ঘুরে ছিনতাই করে। তল্লাশীতে সোহেলের কোমরে গোঁজা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এছাড়া টিনশেড ঘর থেকে তিনটি ছুরি, একটি চাপাতি এবং দুইটি কিরিচও উদ্ধার করে পুলিশ।গ্রেফতার হওয়া সোহেলের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী, ডবলমুরিং এবং ঢাকার শেরে বাংলা নগর থানায় ছিনতাই, অস্ত্র আইনে সাতটি মামলা আছে ।
এছাড়া মামুনের বিরুদ্ধে তিনটি, ইমনের বিরুদ্ধে দুইটি ও আনোয়ারের বিরুদ্ধে দুইটি মামলা আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ