নাগরিক সংলাপ
নারায়ণগঞ্জ সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহবানে সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলার শাখা ও পিছ প্রেসার গ্রুপের যৌথ উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দুপুরে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় কাশফুল রেস্টুরেন্টে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সুজন’র সোনারগাঁও উপজেলার শাখার সভাপতি সহকারি অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজন’র বিভাগীয় সমন্বয়কারী মুশফিকুল ইসলাম, পিছ প্রেসার গ্রুপের সদস্য ড. নুর এ আলম, এম্বাসেডর ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট নুর জাহান, এম্বাসেডর এডভোকেট ওয়াহিদুল্লাহ মিয়া, সদস্য এডভোকেট আলী আহমেদ সৈকত, মির্জা ওয়াসিম, রমজান হাসান, ইমরান খান, লেখক হাজী মো. মহসীন, লেখক ও সাহিত্যিক সামসুদ্দোহা চৌধুরী, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি অসীত কুমার দাস, সহ-সভাপতি আবুবকর সিদ্দিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সোনারগাঁও থানা শাখার সভাপতি মেহের নিগার সোনিয়া প্রমুখ।