নতুন জঙ্গিবিমান উন্মোচন করছে ইরান

সংগ্রাম অনলাইন ডেস্ক:
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন, চলতি সপ্তাহে তার দেশ নতুন জঙ্গিবিমান উন্মোচন করবে। পাশাপাশি ইরান ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানো অব্যাহত রাখবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।
গতকাল (শনিবার) টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে জেনারেল হাতামি বলেন, বুধবার (২২ আগস্ট) ইরানের প্রতিরক্ষা শিল্প দিবসে নতুন বিমান উন্মোচন করা হবে। তিনি বলেন, “আমাদের প্রধান ফোকাস হচ্ছে ক্ষেপণাস্ত্রের ওপর; একেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে আমরা ভালো অবস্থানে আছি তবে সেখানে আরো উন্নতির প্রয়োজন রয়েছে।”
অনুষ্ঠানে তিনি সম্প্রতি উন্মোচন করা ফতেহ মোবিন ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেন। তিনি জানান, বিভিন্ন রকমের পরিবেশে এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর এবং এর ক্ষিপ্রতা, শত্রুর অবস্থানে নিখুঁত হামলা ও রাডার ফাঁকি দেয়ার ক্ষমতা বিশেষ উল্লেখযোগ্য দিক।
জেনারেল হাতামি বলেন, ইরান কখনো পরমাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্র বানাবে না।
সূত্র: পার্স টুডে