সুন্দরগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্জিবাড়ি ইউনিয়নে দুই শিশু পানিতে পড়ে ডুবে গিয়ে মারা গেছে। স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কালির খামার গ্রামের ময়নুল হোসেনের ছেলে সোলায়মান হোসেন (দেড় বছর) সবার অজান্তে হামাগুড়ি দিয়ে বাড়ির উঠানের পুকুরের পড়ে ডুবে যায়। অনেক খোজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। অপর একই দিন দুপুরে দুলাল গ্রামের রেজাউল মিয়ার ছেলে তুহিন মিয়া (৪) বাড়ির উঠানের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে মারা হয়। ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার পানিতে পড়ে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।