ঋণের বোঝায় জর্জরিত মৎস্য চাষি আনোয়ারের ৫ লাখ টাকার মাছ নিধন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ঋণের বোঝায় জর্জরিত দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের উত্তর নগর গ্রামের আনোয়ারের চাষকৃত মৎস্য পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করলে ভোরে দেখা যায় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেষে উঠছে। আনোয়ার জানান, তিনি বিভিন্ন ভাবে ঋণ করে পুকুরে মাছ চাষ করেছিলেন। বিষ প্রয়োগের কারণে ৫ লক্ষাধিক টাকার মাছ মরেছে বলে তিনি দাবি করেন। সন্দেহ জনক দুর্বৃত্তদের বিরুদ্ধে তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।