নাটোরে জুয়া খেলা ও মাদক সেবনের দায়ে ১১ জন আটক
নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুরে মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলা এবং মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ১১ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ পুরাতন ঈশ্বরদী ও ভাদুর বটতলা সহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অপরাধে সাতজন ও মাদক সংক্রান্ত অপরাধের জন্য চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, লালপুর উপজেলার জোকাদহ গ্রামের ফরজ ঘরামীর ছেলে উজ্জ্বল ঘরামী (২৮), পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ের জামাল মন্ডলের ছেলে টিপু সুলতান (৩২), জোকাদহ নিচপাড়া গ্রামের মৃত কটার ছেলে আব্দুল হান্নান (৩৮), মৃত জালাল প্রামানিকের ছেলে দুলাল প্রামানিক (৩২), পুরাতন ঈশ্বরদী বাগানপাড়া এলাকার মৃত আজিমুদ্দিন মোল্লার ছেলে মজনু মোল্লা (৫২), মৃত মোসলেম মন্ডলের ছেলে মেহেদী হাসান ওরফে মেহের (৩২) এবং নুর ইসলামের ছেলে মানিক হোসেন (২৮)। এছাড়া মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধে আটককৃতরা হলেন লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সাগর আলী (২১), রামকান্তপুর পশ্চিমপাড়া গ্রামের দুলাল আলীর ছেলে আবুল হাশেম (৩০), মহিষাখোলা গ্রামের মৃত আজাহার আলী খন্দকারের ছেলে হাবিবুর রহমান খন্দকার (৫২) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার গোবুয়া বাজার এলাকার আতাহার হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (২৭)। অভিযানের সত্যতা নিশ্চিত করে লালপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, জুয়া নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলার মাধ্যমে আটককৃত ১১ জনকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবনকারী যেই হোক না কেন তার ছাড় নেই।