কোনো পদ নয় আমি শুধুই একজন মালয়েশিয়ান -আনোয়ার ইব্রাহিম
২০ জুন, মালাই মেইল : এখনই এবং কিছু সময়ের জন্য কোনো পদ গ্রহণ করছেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার পিকেআর পার্টির নেতা দাতুকে সেরি আনোয়ার ইব্রাহিম।
দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী জানান, তুন ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বে নির্বাচিতরা যাতে কোনো বাধা ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারেন, তিনি তার নিশ্চয়তা দিতে চেয়েছেন।
রোববার রাতে এক সাক্ষাৎকারে আনোয়ার বলেন, ‘আমার অবস্থান এখন মালয়েশিয়ার নাগরিক হিসাবে। আমার কোনো পদ নেই, আমি এখানে মাহাথিরকে সমর্থন জানাতে আসছি এবং আশা করি তিনি তার দায়িত্ব ভালভাবে পালন করবেন।’
আনোয়ার বলেন, মন্ত্রিপরিষদে পাকাতান হারাপানের অন্যান্য নেতারা যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য তিনি তাদের সুযোগ দিয়েছেন। সামনে কোনো এক সময় সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি তিনি অস্বীকার করেননি।