বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বড়লেখায় ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বর্ণি ইউনিয়ন শাখার যৌথ উদ্যাগে ‘মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে বর্ণি ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামী বর্ণি ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইসলামী ছাত্রশিবির বড়লেখা পশ্চিম শাখার সাহিত্য ও প্রকাশনা স¤পাদক জামিল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর মাস্টার মুহাম্মদ আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারী ফয়ছল আহমদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মো. এমাদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় জামায়াত নেতা মাসুদ আহমদ, বিলাল উদ্দিন, ইমাম উদ্দিন, আলিম উদ্দিন, কামিল আহমদ, সুমন আহমদ, রুহেল আহমদ, আবুল কালাম জিলিল, মখলিছুর রহমান, আকিফ ইব্রাহীম, জাবের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, রমযান মাস পবিত্র এবাদতের মাস। কুরআন নাজিলের মাস এবং তাকওয়া অর্জনের মাস। যা সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে স¤পর্ক দৃঢ়তর হয়। রমযান মাস গুনাহ মোচনের অন্যতম মাধ্যম ও জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায়। যার মাধ্যমে মুমিনের আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ