শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

২০১৮-২০১৯ অর্থ বছরের জাতীয় বাজেটের প্রতি খুলনা চেম্বারের অভিনন্দন

 

 

খুলনা অফিস : খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ঘোষিত জাতীয় বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমূখী, ব্যবসাবান্ধব ও সময় উপযোগী বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। প্রস্তাবিত ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার এ বাজেটে উন্নয়ন ও বিদ্যুৎ খাতে অধিক বরাদ্দ এবং দেশীয় ইলেকট্রনিক্স কাঁচামাল, লোহা, ইস্পাত, নির্মাণ খাতের মালামাল, ক্যান্সারের ঔষধ, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার এবং দেশের পোল্ট্রি খাতসহ শিশু খাদ্যকে অগ্রাধিকার দিয়ে বাজেট ঘোষণা করায় এ বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজীকরণ, দারিদ্র বিমোচন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার এবং উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট হার কমানোর ফলে ব্যবসায়ীরা ব্যাংক থেকে মূলধন আহরণের মাধ্যমে তাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে পারবে বলে খুলনা চেম্বারের সভাপতিসহ পরিচালনা পরিষদ আশা ব্যক্ত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ