কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কালিয়াকৈর সংবাদদাতা : ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নাবিরবহ এলাকা থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাত পরিচয়(৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের পরনে জিন্স প্যান্ট ও বাসন্তী রংয়ের শার্ট রয়েছে। পুলিশের ধারণা দুবৃর্ত্তরা অন্য কোথাও হত্যা করে ওই স্থানে ফেলে রেখে পালিয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ফুলবাড়িয়া বাজার থেকে একটু দুরে নির্জন স্থানে স্থানীয়রা যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সকালে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনর্চাজ উপ পরির্দশক মিনহাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।