পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহ্ফিল
পিরোজপুর সংবাদদাতা : সম্প্রতি আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে রমযানের গুরুত্ব ও তাৎপর্য্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল ফাউন্ডেশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসীর দুবার নির্বাচিত সাবেক সাংসদ সদস্য কারারুদ্ধ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ পুত্র আলহাজ্ব শামীম বিন সাঈদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ গাজী রুহুল আমীন, মাওলানা আব্দুল হালিম ও মাওলানা আব্দুর রব প্রমুখ। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা ও আল্লামা সাঈদীর শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়।