প্রচারিত হচ্ছে ডেকো আল কোরআনের আহ্বান

পবিত্র মাহে রমািন ২০১৮‘র একুশে টিভিতে বিকাল ৫ টায় প্রচারিত কিউ এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা ডেকো আল কোরআনের আহবান অনুষ্ঠানটি ইতিমধ্যে দর্শক মহলে সাড়া ফেলেছে। সৌদি, কাতার ওমান ও মিশরের বিজ্ঞ অতিথি বিচারকদের চুল চেড়া বিশ্লেষণের মাধ্যমে দৃশ্যায়িত হয়েছে ডেকো আল কোরআনের আহ্বান-২০১৮। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর করেছে ডেকো ফুডস্ লিঃ। পাওয়ার্ড বাই স্পন্সর স্মার্ট এ্যাকটিভ গোল্ড মেহেদী। এ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে সৈয়দ আহাদ ফাউন্ডেশন। দেশের শুদ্ধ কোরআন তিলাওয়াতের উন্নত চর্চার ব্যাপক ভূমিকা পালন করবে ডেকো আল কোরআনের আহবান-২০১৮। উল্লেখ্য যে, অনূর্ধ্ব ১৮ একক জাতীয় ক্বিরাত প্রতিযোগিতার অনুষ্ঠান এটাই প্রথম। যা দর্শক মহলে সাড়া ফেলেছে। প্রেস বিজ্ঞপ্তি।