তাড়াশে জামায়াতের ইফতার মাহফিল
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : জেলার তাড়াশ উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার মাধাইনগর ইউনিয়নের উদ্যোগে মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে মাওলানা আঃ সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শাহজাহান আলী, তাড়াশ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আঃ আজিজ, জামায়াত নেতা আঃ বারি, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন এই মাসে কোরআন নাযিল হয়েছে তাই এই মাসের এত দাম। রমজানের প্রকৃত শিক্ষা হচ্ছে আল্লাহ ভীতির যাবতীয় গুণাবলী অর্জন করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়ন করা। অপরদিকে তাড়াশের নওগাঁ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গত মঙ্গলবার নুরুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমীর খম সাকলাইন হোসেন। প্রধান আলোচক ছিলেন গুরুদাসপুর জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আঃ হালিম।