চট্টগ্রামে শ্যামলী বাস থেকে ৩৩৫৫০ ইয়াবা বড়িসহ চালক সহকারী গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে শ্যামলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস থেকে ৩৩ হাজার ৫৫০ ইয়াবা বড়িসহ চালক ও সহকারীকে গ্রেফতার করেছে (র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন) র্যাব। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কর্ণফুলী থানার এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাস চালক মো. শুক্কুর (৪৪) ও মো. ফারুক (২৯)। র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কর্ণফুলী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়েছে। অভিযানে বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেফতার এবং বাসটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত : চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মো. আমান উল্লাহ (২৮) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আমান উল্লাহ হাটহাজারীর পূর্বধলই এলাকার মোজাম্মেল হকের সন্তান। তিনি বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নে (সিলেট) সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ঈদের ছুটিতে চট্টগ্রামে এসেছিলেন আমান উল্লাহ। বুধবার দুপুরে অক্সিজেন এলাকার একটি ব্যাংকে বেতন তুলতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।